সমাজের কথা ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তবে এদিন আন্দোলনকারীদের ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এছাড়া বঙ্গভবনের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে বঙ্গভবনের মূল ফটকের সামনের সড়কে এমন দৃশ্য দেখা গেছে। এদিন সকাল থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। সকাল থেকে বঙ্গবভনের রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন মোজাম্মেল মিয়াজি নামে এক শিক্ষার্থী।
এদিকে বঙ্গবভনের সামনে মঙ্গলবারের তুলনায় আজ নিরাপত্তা বেষ্টনি জোরদার করতে দেখে দেছে। কাঁটাতারের ব্যারিকেডের পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বঙ্গবভনের সামনে নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বঙ্গবভনের প্রধান ফটকের সামনে ও চারপাশে কাটাতারের ব্যারিকেড বসানো হয়েছে। যাতে করে কোনও আন্দোলনকারী ভেতরে ঢুকতে না পারে। বঙ্গবভনের ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও সাদা পোশাকের পুলিশসহ গোয়েন্দা বাহিনী সদস্যরা রয়েছেন। যাতে করে সেখানে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।