নিজস্ব প্রতিবেদক : শোকাবহ আগস্ট মাস উপলক্ষে যশোর শহর আওয়ামী লীগ মোমবাতি প্রজ্বালন করেছে। বুধবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
যশোর শহর আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার, সদস্য আনোয়ার হোসেন মো¯ত্মাক, গোলাম মো¯ত্মফা, সামিউল ইসলাম পিয়াস, নেতা রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান মনিরম্নল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্যোৎ¯্না আরা বেগম মিলি, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন, শ্রমিক লীগের সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত উলস্নাহ, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ফিরোজ খান, আলাউদ্দিন আলা, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ ও ফয়জুল কবির কচি, কৃষি বিষয়ক সম্পাদক মো. সেলিম কবির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম জাকারিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নাজমুল সিদ্দিকী পলাশ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, সদস্য আলী হোসেন, রবি মোলস্না, নেতা খলিলুর রহমান, মফিজুল ইসলাম নান্টু, লোকমান হোসেন, ইমাম হোসেন বাবলু, নোয়াব আলী, ইকবাল, শফিকুল আযম, ওয়াসিফ দাস, যুবলীগ নেতা আজমীর হোসেন, সদর আওয়ামী লীগ নেতা হযরত আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।