১৮ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
 বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজয়ী দুই নেতা
 বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি : ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজয়ী দুই নেতা
138 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল শহরের দড়াটানা বকুলতলা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। বৃহস্পতিবার বিকেলে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন। এরপর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে শহরের কাঠালতলা কার্যালয়ে নেতাকর্মীরা সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সমাজের কথা পরিবার। গতকাল সন্ধ্যায়  ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার ও , ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুনের  নেতৃত্বে দৈনিক সমাজের কথা পরিবার নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ফনটু চাকলাদারকে শুভেচ্ছা জানান। আ ছাড়াও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবন্দও নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ফনটু চাকলাদারকে শুভেচ্ছা জানান।

বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য আনোয়ার হোসেন মো¯ত্মাক, মোয়াজ্জেম হোসেন, গোলাম মো¯ত্মফা, সামির ইসলাম পিয়াস, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাড. মোশারফ হোসেন, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর তুহিন, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজনীন নাহার, হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নিয়ামত উলস্নাহ, পৌরসভার কাউন্সিলার আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম বাবলু, রবিউল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল মুন্নাফ দিলু, শ্রমবিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজিব, সদস্য মফিজুর রহমান নান্টু, আলি হোসেন, গোলাম রাব্বানী, নেতা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, ছাত্রনেতা রবিউল ইসলাম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর রহমান, আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন, নিজাম উদ্দিন বাবলু প্রমুখ।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram