পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার বগুড়ার চক, আমিরপুর, কানাখালী, পাতড়াবুনিয়া, খড়িয়া, মাদার মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১২৫ জন ভোটারদের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ৫ জন করে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডা. আব্দুল বারিক ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা জিএম আব্দুর রব প্যানেলের মহিলাসহ ৩জন এবং ইউপি সদস্য আব্বাস মোল্লা ও জাহাঙ্গীর সানার প্যানেলের ২ জন জয়লাভ করেছেন। বারিক—রব প্যানেলের নির্বাচিতরা হলেন, জলীল গাইন, জাহাঙ্গীর আলম ও রেশমা খাতুন।
অপরদিকে আব্বাস—জাহাঙ্গীর প্যানেলের নির্বাচিতরা হলেন, আমির হোসেন ঢালী ও রবিউল ইসলাম মিস্ত্রী। উল্লেখ্য, দুটি প্যানেলের সংরক্ষিত নারী সদস্য রেহেনা পারভীন ও রেশমা খাতুন ৫৭ ভোট করে প্রাপ্ত হলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের কার্যালয়ে লটারির মাধ্যমে রেশমা খাতুনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সহকারী ছিলেন, প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার।