বাগেরহাট প্রতিনিধি : সরকারি টিকাদান কর্মসূচিতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করা বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
অবশ্য আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ ৩ নভেম্বর আবশ্যিকভাবে অবমুক্ত হবেন। ৪ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
গত ২৪ অক্টোবর বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জরায়মুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা বলায় প্রতিক্রিয়া দেখান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ উচ্চারণকে কেন্দ্র করে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ক্ষোভে ওই দিন রাতেই বিক্ষোভ করেন যুবদলসহ বিএনপির নেতা-কর্মীরা। ২৭ অক্টোবর সিভিল সার্জন ও জেলা প্রশাসকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।