নিজস্ব প্রতিবেদক : ফ্রেন্ডস ক্লাব যশোরের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে যশোরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফ্রেন্ডস ক্লাব যশোরের সদস্যরা ছাড়াও ওই এলাকার নানা বয়সের নারী পুরুষ শিশু প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করে সংগঠনের সভাপতি মাহমুদ এলাহী মানু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, যশোর জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ আহমেদ সিদ্দিকী শৈবাল, পৌরসভার সাবেক কমিশনার ও বেজপাড়া অনির্বাণ সংসদের সাবেক সভাপতি আফজালুল করিম রানু, কমিউনিটি পুলিশিং কমিটি বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, ইউনুচ আলী দরফদার, খলিলুর রহমান প্রমুখ।
এর আগে সকাল বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহমুদ এলাহী মানু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সহসভাপতি রকিবুল ইসলাম ছিটন, মোহাম্মদ সেলিম, আহসান হোসেন বাবলু, ফারুক হোসেন, রবিউল ইসলাম মিঠুন, ইমরান বিশ্বাস, সাকিব হাসান, প্রতীক হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।