সমাজের কথা ডেস্ক : প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস’র ২০২২ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের তালিকায় তার অবস্থান ৪২ । গত বছরের তালিকায় শেখ হাসিনা ছিলেন ৪৩ নম্বরে। এর আগের বছর তিনি ছিলেন ৩৯-নম্বরে।
ফোর্বস তালিকাটি প্রকাশ করে মঙ্গলবার । যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যমটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন । বর্তমানে তার প্রধানমন্ত্রিত্বের চতুর্থ মেয়াদ চলছে। বাংলাদেশে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনাকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে ।
তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী । গত নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩শ টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়।