আবারও আলোচনায় ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি আরোরা। সামাজিকমাধ্যমে ভিডিও ফাঁস হওয়ার ঘটনার কথা সকলেই জানেন। বছর দেড়েক আগের ঘটনা ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন অঞ্জলি, এফআইআর দায়ের করেছেন তিনি। ইতোমধ্যেই অঞ্জলির সেই মামলার কপি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
জানা গেছে, চ্ছে যেসব মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে সেই এমএমএস ভাইরাল হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জলি। ভিডিওটি শেয়ার করা হয়েছিল এমন একাধিক পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অঞ্জলি।
প্রসঙ্গত, ২০২২—এ যে সময় ভিডিও ফাঁস হয়েছিল, তখন অঞ্জলি জানিয়েছিলেন, ভিডিওতে দেখা যাওয়া মেয়েটি তিনি নন। বলেছিলেন এআই দিয়ে তার ছবি বসিয়ে ভিডিওটি মর্ফ করা হয়েছে।
সেসময় অঞ্জলি যখন কঙ্গনা রানাওয়াতের ‘লকআপ’ শোতে অংশ নিয়েছিলেন, তখনই সামনে এসেছিল সেই ভিডিও। ভীষণ ভাইরাল হয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন, সেই ভিডিওর কারণে লজ্জায় পড়তে হয়েছিল তার পরিবারকে।
তবে এতদিন পর কেন মামলা করলেন? অঞ্জলি জানিয়েছেন, সেসময় তিনি সেটা করতে পারেননি, কারণ তিনি তখন রিয়েলিটি শো—এর প্রতিযোগী ছিলেন।
এদিকে এই কাণ্ড ভাইরাল হওয়ার খটনায় সেসময় অঞ্জলির পাশে দাঁড়িয়েছিলেন উরফি জাভেদও। বলেছিলেন, যারা অন্যায়ের শিকার, ভারতে তাদেরই দোষী বলে দাগিয়ে দেওয়া হয়। একজন মেয়ে ধর্ষিত হলে, মানুষ তার জামাকাপড়কে দোষ দেয়।