সমাজের কথা ডেস্ক : পাটুরিয়া—দৌলতদিয়া নৌ—রুটে ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, ‘ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌ—পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’
ফেরী থাকা যাত্রীরা জানান, নিচ থেকে পানি উঠে একাই তলিয়ে গিয়েছে ফেরি। আর বিআইডব্লিউটিসি বলছে বাল্কহেডের ধাক্কায় এটি তলিয়ে যায়।
এ ঘটনায় জেলা প্রশাসক রেহানা আকতারকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে আজ দুপুর ১২টায় উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ রুস্তম। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিস, র্যাব, আনসার সদস্যরা।