নিজস্ব প্রতিবেদক : নবনির্বাচিত যশোর সদর উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। এ সময় ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মী ও হিতাকাক্সড়্গীরা। এর আগে নির্বাচিত হওয়ার পর থেকে দল ও বিভিন্ন সংগঠনের পড়্গ থেকে শুভেচ্ছা জানানো শুরম্ন হয়। এদিকে গতকাল শুক্রবার শহরের কাঁঠালতলা কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
গতকাল অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেনের নেতৃত্বে জেলা কৃষকলীগ, সদর উপজেলা কৃষকলীগ, পৌর কৃষকলীগ, আরবপুর ইউনিয়ন কৃষকলীগ, রামনগর ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, আনারম্নল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, মহিলা সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর, স্বাস্থ্য সম্পাদক আইয়ুব আলী, ত্রাণ সম্পাদক রিপন খান, সদস্য জিয়াউদ্দিন রঞ্জু, আবুল কালাম আজাদ, সদর উপজেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম খান, পৌর সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু প্রমুখ।
এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও যশোর পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনির নেতৃত্বে পৌর ছাত্রলীগ। সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রবিউল ইসলামের নেতৃত্বে ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ। এ সময় আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল হাই। শহর যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম হোসেনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসান রেজা ও আকরামুল হোসেনসহ নেতৃবৃন্দ।
এদিকে হৈবতপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদ্যোৎ কুমার বিশ্বাসের নেতৃত্বে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন স্বপন শিকদার, কোমল মজুমদার, কার্তিক কুন্ডু, স্বপন দত্ত, তপন দেবনাথ প্রমুখ। জেলা শিক্ষক সমিতির সভাপতি বাসুদেব ঘোষ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা শিক্ষক সমিতি ফুলেল শুভেচ্ছা জানায়। এছাড়া যশোর পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগ, রামনগর দারম্নল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা, অগ্রণী ব্যাংক যশোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মানোয়ার হোসেনের পরিবার, কাজীপাড়া রায়পাড়ার বাসিন্দারা, মুসলিম একাডেমির বন্ধু মহল, পৌরসভার ৩ নং ওয়ার্ডের বন্ধু মহলও ফুলেল শুভেচ্ছা জানান।