২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ফুলের চাদরে রাধিকার হলুদের সাজ
ফুলের চাদরে রাধিকার হলুদের সাজ
189 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : ঝকঝকে পাথর কিংবা চকচকে হীরার ঝলকানি ছিল না এদিনের সাজে। তবুও ঝলমল করছিলেন কনে রাধিকা মার্চেন্ট। স্নিগ্ধ ও অপরূপ সাজে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আম্বানি বাড়ির হবু বউ রাধিকা। রূপকথার রাজ্য থেকে উঠে আসা এক রাজকন্যার মতোই অপরূপা লাগছিল তাকে।

নিঃসন্দেহে বছরের সবচেয়ে আলোচিত ও জমকালো বিয়ে হতে যাচ্ছে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরই মধ্যে প্রি ওয়েডিং নিয়ে মাতামাতি চলেছে প্রায় অর্ধেক বছরজুড়েই। ১২ জুলাই অনুষ্ঠিত হবে বিয়ে। এর আগে হয়ে গেল জমকালো আরেক আয়োজন, গায়ে হলুদের অনুষ্ঠান। দিন রাধিকা দামি হীরা-পান্নার বদলে পুরদস্তুর ফুলেল সাজে সেজেছিলেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার তাজা ফুলের তৈরি ওড়নাটি। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না ডিজাইন করেছিলেন পোশাকটি। স্টাইলিং করেছেন বলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিশ রিয়া কাপুর। আর ওড়না ড্রেপিংয়ের দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডলি জৈন।

ভারী অলঙ্করণের হলুদ লেহেঙ্গার বিশেষত্ব ছিল ফুলের তৈরি ওড়নাটি। হলুদ গাঁদা ফুল ও বেলি ফুল দিয়ে নিখুঁত বুননে তৈরি হয়েছিল চমৎকার এই ওড়না।পোশাকের সঙ্গে রাধিকা পরেছিলেন ফুলের চোকার ও লম্বা নেকলেস। লম্বা সংযুক্ত কানের দুল এবং হাতের ব্রেসলেটের সঙ্গে ছিল ফুলেল রাখি। চুলের সাজেও ব্যবহার করেছিলেন তাজা ফুল। মেকআপে ছিলেন মিনিমাল। সামান্য ব্লাশ, লাল টিপ, সূক্ষ্মভাবে ব্রাশ করা ভ্রু, আইলাইনারের সঙ্গে নুড বাদামী লিপস্টিকেই সাজ শেষ করেছিলেন রাধিকা।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram