ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা ৪নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম গাজীর বাড়িতে গভীর রাতে কে বা কারা বোমা নিক্ষেপ করেছে। বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।
খবর পেয়ে থানার পুলিশের এসআই চিন্ময় ঘটনাস্থল গিয়ে বোমার আলামত উদ্ধার করেন।
গাড়াখোলা গ্রামের ইছাক গাজীর ছেলে ইউপি সদস্য ইব্রাহিম গাজী বলেন, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির ২য় তলার শয়ন কক্ষে অবস্থান করছিলাম।
<< আরও পড়তে পারেন >> অভয়নগরে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিষ্ফোরণ
এ সময় বিকট শব্দের ২টি বোমার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, ইব্রাহিম মেম্বরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।