ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় খালু বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে আকাশ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে সোমবার দুপুরে ফুলতলার পয়গ্রাম এলাকায়। সে যশোর উপশহর এলাকার লোকমান উদ্দিনের ছেলে ও ৭ম শ্রেণির শিক্ষার্থী।
ফুলতলা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, কিশোর আকাশ ক্যান্সারে আক্রান্ত নানীকে দেখার জন্য ফুলতলার পয়গ্রাম কসবা এলাকায় খালু মাসুদ মুন্সীর বাড়িতে আসে। দুপুরে আকাশ পার্শ^বর্তী পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়।
অন্যান্য সঙ্গীরা বিষয়টি পরিবারকে জানালে তারা পুকুরে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।