নিজস্ব প্রতিবেদক : যশোরে হযরত ফুটবল একাডেমির প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আজিজুর রহমান।
হযরত ফুটবল একাডেমির সভাপতি শেখ হযরত আলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাশুক মোহাম্মদ সাথী, বিকেএসপির হকির সাবেক চিফ কোচ কাওসার আলী, জেলা দলের সাবেক ফুটবল খেলোয়াড় সেলিম রেজা, আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল গফুর।
এদিন ৮৫ জন প্রাক্তন ফুটবল খেলোয়াড় এবং ৪০জন বর্তমান ফুটবল খেলোয়াড়কে জার্সি প্রদান করা হয়।