নিজস্ব প্রতিবেদক: যশোরে জাকের পার্টির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নিউমার্কেটের জাকের পার্টির জেলা কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেএই বিক্ষোভ ও সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার সভাপতি হাজী মহিদুল ইসলাম।
বক্তৃতা করেন সিনিয়র সহ—সভাপতি অধ্যাপক সাইদুজ্জামান শহিদুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার, সদর উপজেলার সভাপতি কাজী ওমর ফারুক, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বাবলু, আলিমুজ্জামান লিটন, মাওলানা আব্দুল হালিম, ছাত্র ফ্রন্টের জেলার সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, যুব ফ্রন্টের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।