সমাজের কথা ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা—খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম—পরিচয় জানা সম্ভব হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়। আহত হয় পাঁচজন। তবে, তাৎক্ষণিক নিহত—আহতদের নাম—পরিচয় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।