নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ফতেপুরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সলেমান মিয়া (৬০) ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের খালপাড়ে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় বসির শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বসির শেখ নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের মৃত খিজির শেখের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে ফয়েজ আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
বাদী ফয়েজ মামলায় উল্লেখ করেছেন, বৃহস্পতিবার সকালে তার পিতা সলেমান মিয়া প্রতিবেশি রাব্বি হাসান শান্ত নামে এক যুবককে নিয়ে নালিয়ার শ্মশানের পাশে জমিতে বীজ রোপনের জন্য গিয়েছিলেন। বীজ রোপন শেষে একই গ্রামের গৌর বিশ্বাস, শান্ত ও সালেমান মিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। কিছুদুর আসার পর বসির শেখ তাদের পথরোধ করে। এরপর তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে সলেমান মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এরপর তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রহিম মোড়ল জানিয়েছেন, সলেমান মিয়াকে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ্যাম্বুলেন্সে উঠানোর সময় সলেমান মিয়ার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। পরে হাসপাতালেই দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে এই ঘটনায় নিহতের ছেলে ফয়েজ আহম্মেদ কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ এই হত্যাকা-ে অভিযুক্ত বসির শেখকে আটক করেছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর উপজেলার চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম।
এদিকে এই ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন জানিয়েছেন, সলেমান মিয়া হত্যাকা-ে থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত বসির শেখকে আটক করা হয়েছে।