ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩০তম ৪দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের ডা. সুভাষ মঞ্চে অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।
এসএমসি’র সভাপতি বাবলু আঁশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। সহকারী শিক্ষক শেখ মোহম্মদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।