ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউএনও মো. মনোয়ার হোসেন। তিনি রোববার (৫ মার্চ) বেলা ১১টায় বেলুন, ফেস্টুন ও কবুতর উড়য়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো¯ত্মাহিদ সুজা, উপওজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, এসএমসি’র সভাপতি অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, এসএমসি নদন্য ফকির দাউদ হায়দার বাবু, আ. ছালাম, আমিরম্নল ইসলাম, ক্রীড়া শিক্ষক শেখ সুমন প্রমুখ।