বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বাড়িতে ঢুকে জোরপূর্বক মাদ্রাসা ছাত্রী ধর্ষণে অভিযুক্ত হাবিল শেখ(৩৫)কে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের আদম শেখের ছেলে হাবিল শেখ সোমবার রাতে ফরিদপুর আলম ডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার হয়। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার সকালে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই মাদ্রাসা ছাত্রীকে হাবিল প্রায়য় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর গভীর রাতে ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির পিতা-মাতা জেগে যায় এবং হাবিলকে ধরার চেষ্টা করলে সে লোহার রড দিয়ে মেয়ের মাকে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন মেয়েটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। এ ঘটনা জানতে পেরে খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত করে আসামীর অবস্থান নিশ্চিত করে সোমবার রাতে ফরিদপুর আলমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আসামী হাবিল শেখকে গ্রেফতার করে নিয়ে আসে। আসামীকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।