ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মো. সুমন (৪২) নিহত হয়েছেন। নিহত মো. সুমন মুন্সিগঞ্জ সদরের চাকিদা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।
পু
লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টায় দিকে এক ড্রাম ট্রাক চালক ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকার সাটের বটতলার নিকটে মহাসড়কের পাশে ট্রাক রেখে একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। এমন সময় ঢাকাগামী সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সম্মুখভাগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ক্রাউন সিমেন্টবাহী ট্রাক চালক মো. সুমন নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।