ফকিরহাট (বাাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ৫১তম শীতকালিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী শেখর রঞ্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. ইউনুস আলী শেখ। সহকারি প্রধান শিক্ষক পংকজ কুমার দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্ততা করেন প্রধান শিক্ষক চন্দন কুমার দাস।