ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মৌভোগ সবুজ সংঘের আয়োজনে ৫ম ৮দলীয় ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শুক্রবার বিকেল ৪টায় মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফিতা কেটে ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি। এতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাহিদুর রহমান মুজা।
ফারুক গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মো. হান্নান শাহ, কাজী গোলাম আজম জনি।
উদ্বোধনীতে নলধা-মৌভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।