২১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ফকিরহাটে অর্ধযুগ বন্ধ প্রতিবন্ধীদের
সরকারি গ্রামীণ পুনর্বাসন কেন্দ্র
301 বার পঠিত

ফকিরহাটে অর্ধযুগ বন্ধ প্রতিবন্ধীদের
সরকারি গ্রামীণ পুনর্বাসন কেন্দ্র

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরকারি শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুনর্বাসন কেন্দ্রটি দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি কেন্দ্রটি পুনরায় চালু করে প্রশিক্ষণ দেওয়া হোক প্রতিবন্ধীদের। কেন্দ্রটি চালু করার চেষ্টা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন জানায়।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, সমাজ সেবা অধিদপ্তরের আওতায় বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুনর্বাসন কেন্দ্রটি ১৯৮৭ সালের জুন মাসে চালু হয়। এর পর থেকে প্রতিষ্ঠানে ১বছর মেয়াদি ৩টা ট্রেডে ১০জন করে মোট ৩০ জনকে আবাসিক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। চালু থাকা অবস্থায় এখান থেকে ৩৫৬ জন প্রতিবন্ধী ছেলে প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত অনেক প্রতিবন্ধী কর্তৃপক্ষের সহায়তায় ঋণ ও অনুদান নিয়ে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু প্রশিক্ষণার্থীদের আবাসিক ভবন বসবাসের অনুপোযোগী হওয়াসহ বিভিন্ন কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। ফলে বিভিন্ন ট্রেডের মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে।এ নিয়ে স্থানীয়রা বার বার সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে চালুর জন্যে বলেছেন। তারপরও দীর্ঘদিন এটি বন্ধ রয়েছে।
কেন্দ্রের প্রশিক্ষক আব্দুস সাত্তার জানান, বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিবাসীদের হোস্টেল বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রয়েছে।
ফকিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরকার বলেন, ইতোমধ্যে সংশি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করে গেছেন। আশা করা হচ্ছে দ্রæতই এটি পূনরায় চালু করার অনুমোদন পাওয়া যাবে।
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটি পূনরায় চালু করার জন্যে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram