নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৫ জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেরছেন। মঙ্গলবার ১৪ নভেম্বর ছিল এই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আগের দিন সোমবারও মনোনয়ন পত্র বিক্রি হয়।
নির্বাচনে সভাপতি পদের বিপরীতে ৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, জাহিদ হাসান টুকুন, ফকির শওকত ও ফারাজী আহমেদ সাইদ বুলবুল। সহ সভাপতি’র দু’টি পদের বিপরীতে মনোনয়নপত্র কিনেছেন চারজন। এরমধ্যে শেখ দিনু আহমেদ, এম আইয়ুব, ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ আব্দুল¬াহ হুসাইন। সাধারণ সম্পাদক পদে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, এস এম তৌহিদুর রহমান, জুয়েল মৃধা, সরোয়ার হোসেন ও নুর ইসলাম। যুগ্ম সম্পাদকের দু’টি পদে ৪টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এরা হলেন, এইচ এম জাহিদুল কবীর মিল্টন, হাবিবুর রহমান মিলন, কাজী আশরাফুল আজাদ ও তহীদ মনি। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাবিবুর রহমান রিপন, জাহিদ আহমেদ লিটন, ও ফিরোজ গাজী। দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন মোস্তফা রুহুল কুদ্দুস, এস এম সোহেল, আব্দুল কাদের ও মালেকুজ্জামান কাকা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন মনিরুজ্জামান মুনির, দেওয়ান মোর্শেদ আলম ও মোস্তফা রুহুল কুদ্দুস।
এছাড়া সদস্য পদে ১০টি মনোনয়নপত্র বিক্রি হয়ছে। এই পদে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হচ্ছেন মোকাদ্দেছুর রহমান রকি, এহসানউদ্দৌলা মিথুন, শহিদ জয়, নুর ইসলাম, সাইফুর রহমান সাইফ, মুর্শিদুল আজম হিরু, শিকদার খালিদ, আব্দুল ওয়াহাব মুকুল, সৈয়দ শাহাবুদ্দিন আলম ও সফিক সাইদ। সদস্য পদে ৬ জন নির্বাচিত হবেন। আগামী ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন। এ দিন সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এর আগে ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।