অভয়নগর (যশোর) প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে স্কুলছাত্রীর মুখে ধারালো ব্লেড দিয়ে চিরে দিয়ে রোহান (২১) নামে এক যুবক। বুধবার (১ মার্চ) বিকালে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার ডান কানের পাশে ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছে। হামলাকারী যুবক রোহান উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হায়দারের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন আহত স্কুলছাত্রী জানান, সে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বুধবার স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। গরুহাটা এলাকায় পৌঁছালে রোহান নামে এক যুবক তাকে দাঁড়াতে বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে রোহান তার মাথার চুল ধরে কানের পাশে ব্লেড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
হামলাকারী বখাটে রোহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আহত স্কুলছাত্রীর পরিবার।
প্রত্যড়্গদর্শীরা জানান, বুধবার বিকাল আনুমানিক ৪ টার দিকে নওয়াপাড়া মডেল স্কুলের ড্রেস পরা এক ছাত্রীর মুখে বেস্নড দিয়ে ক্ষত করে এক যুবককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রোহান নামে অভিযুক্ত যুবককে আটকের অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।