১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেলো জাতীয় ফুটবল দল
প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেলো জাতীয় ফুটবল দল

ক্রীড়া ডেস্ক :  দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার দুপুরে ভুটান রওনা হয়েছে জাতীয় ফুটবল দল। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মনকে।

২৩ জনের বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন।

রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু।

মধ্যমাঠ: সোহেল রানা, মো. রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা-২, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি।
আক্রমণভাগ: রাকিব হোসেন, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন রাহুল।

 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram