সমাজের কথা ডেস্ক : আজ প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে সৃষ্ট তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় এ সিদ্ধাšত্ম নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ ব্যাপারে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। বৃত্তির পরীড়্গার ফলাফল প্রকাশের পরপরই আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফলাফল স্থগিতের নির্দেশনা দেয়া হয়।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। তাতে দেখা যায়, এ বছর প্রাথমিকে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। যার মদ্যে ছিল ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৩৮৩ জন । #