মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনায় ৩ শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার থানায় মামলাটি দায়ের করেন কেন্দ্রের সহকারী হল সুপার মো. মফিজুল ইসলাম খান। একই সাথে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ১৬ জন শিক্ষককে এক বছরের জন্য অব্যাহতি দিয়ে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার বেলা ১০টার দিকে ওই উপকেন্দ্রে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খোলামাত্র তার ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠিয়ে দিলে কেন্দ্র কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেন।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সোনাখালী গ্রামের আলামিন খানকে (২২) পুলিশ গ্রেফতার করেছে। পলাতক অপর আসামিরা হচ্ছেন ফুলহাতা দারুল কুরআন ফজলুল করিম দাখিল মাদরাসার এবতেদায়ী প্রধান আব্দুল আলিম, পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদরাসার সহকারী মৌলভী নজরুল ইসলাম গাজী ও খারইখালী আহমদিয়া দাখিল মাদরাসার ক্বারী মাওলানা ইয়াকুব আলী।
কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, প্রশ্ন ফাঁসের সাথে প্রাথমিক পর্যায়ে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও দায়িত্বে অবহেলাজনিত কারণে ও কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জন শিক্ষককে অব্যাহতি দিয়ে নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে।