সমাজের কথা ডেস্ক : বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। ১৫ অক্টোবর দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের একটি বাঁশবাগানে বিমানটি পড়ে যায়। পাইলটরা অক্ষত রয়েছেন। কাহালু থানার এসআই আনহার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বগুড়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করা পিটি—৬ প্রশিক্ষণ বিমানটি দুপুর ২টার দিকে এয়ারফিল্ডের কাছে কাহালু উপজেলার মুরুইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে একটি বাঁশঝাড়ে পড়ে যায়। গাছপালা ভেঙে বিমানটি মাটিতে পড়ে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে প্রশিক্ষণ বিমানটি দেখতে ঘটনাস্থলে ছুটে যান।
কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। তবে পাইলটরা সুস্থ আছেন। ঘটনার পর বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থল ঘিরে রাখেন।