সমাজের কথা ডেস্ক : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সবাই যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেখানে সহিংসতা হবে সেখানেই নির্বাচন কমিশন অ্যাকশনে যাবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এসব কথা বলেন।
ইসি রাশেদা বলেন, ‘আমাদের সব আয়োজনের মূল্য উদ্দেশ্য শান্তি—শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনা করা। সুন্দর পরিবেশে সবাই যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। আমরা যতটুকু বাইরের পরিবেশ দেখেছি— তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে।’