ফারুক আহমেদ, মাগুরা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, কাজেই আমরা মনে করি আগামী ইলেকশনে যে যতই ষড়যন্ত্র করুক, যতই প্রভুদের কাছে ধর্ণা দেন শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে না।
প্রভু দেশগুলো সার্ভে করে দেখেছেন ৭০% জনসর্মথন রয়েছে শেখ হাসিনার প্রতি। কাজেই কোন ষড়যন্ত্র করে লাভ হবে না, আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ।
তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাগুরাবাসীকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান।
১৯ অক্টোবর বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার আয়োজনে উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বক্তা ছিলেন, মাগুরা—১ সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
উন্নয়ন জনসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ ও সঞ্চালনায় মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা—২ সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি মুন্সী রেজাউল হক, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি আবু নাসির বাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মেয়র মাগুরা পৌরসভা খুরশিদ হায়দার টুটুল।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কামরুল লায়লা জলি প্রমুখ।