নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের গরীব দুঃখি মানুষের পাশে থাকেন। এদেশের মানুষ কনকনের ঠান্ডায় অনেক কষ্ট করছে। শীত নিবারণের জন্য সরকারে পক্ষ থেকে গরীব দুঃখি ও অসহায় মানুষকে কম্বল দেয়া হচ্ছে। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্রাও নিজ উদ্যোগে কম্বল নিয়ে এসকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এদিন নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিনের ব্যক্তি উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা জয় বাংলা; জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।
শাহীন চাকলাদার আরও বলেন, যারা দেশপ্রেমিক নয়, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আর এই সৎসাহস আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তিনি আমাদের সাহসের বাতিঘর। তিনি মৃত্যুভয়কে পরোয়া করেন না। তাই দেশকে এগিয়ে নিতে, ১৬ কোটি মানুষকে এগিয়ে নিতে তিনি কাজ করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প এখনও তৈরি হয়নি। স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে স্বাধীনতাবিরোধীদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত উল্লাহ, যুবলীগ নেতা কেরামত আলী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, ছাত্র নেতা মেজবাহ উদ্দিন সুমন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, কামাল হোসেন, আতাউল্লাহ মোল্লা, কামরুজ্জামান মিঠু, সিরাজুল ইসলাম, মোশারফ হোসেন, গোলাম মোহাম্মদ, আখতার হোসেন, আলমগীর হোসেন ডিটু, আসমত হোসেন, আব্দুল হান্নান, মিতা বেগম, সেলিনা আক্তার প্রমুখ।