সমাজেরকথা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পুরস্কার পেয়েছেন।
আজ ৬ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ‘বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।