১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী আজ যশোর জেনারেল হাসপাতাল কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করবেন

এস হাসমী সাজু : দেশের ৭টি বিভাগের ২৮টি জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালস্থ ‘আই বেইজ সেন্টার’ ও এর আওতাভুক্ত ১৭টি ‘কমিউনিটি আই সেন্টারের’ আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ সোমবার। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভাচুর্য়ালী শাশার্ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ‘কমিউনিটি আই সেন্টারের’ কার্যক্রম দেখবেন। এ সময় সকল সেন্টার উদ্বোধন করবেন।

চোখের চিকিৎসা গ্রামের সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে গত আগস্ট মাসে উন্নত প্রযুক্তি মাধ্যমে ‘কমিউনিটি আই সেন্টার’ পরীক্ষা মূলক চালু হয়। উন্নত মেশিনের মাধ্যমে বিনামূল্যে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা এবং ওষুধ পাচ্ছেন রোগীরা। গত এক মাস ২২দিনে( অথার্ৎ ৮আগস্ট থেকে ১৪ অক্টোবর) ১৭টি ‘কমিউনিটি আই সেন্টার’ থেকে রেফার হওয়া ১১হাজার ১২০ জন রোগী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কেন্দ্রীয় ‘আই বেইজ সেন্টার’ থেকে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা ‘কমিউনিটি আই সেন্টার’ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ‘আই বেইজ সেন্টারে’ চিকিৎসা ও উন্নত মেশিনে পরীক্ষা—নিরীক্ষার জন্য রোগী আসছেন ।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ‘আই বেইজ সেন্টারের’ চোখের রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৩টি উন্নত চোখের রোগ পরীক্ষা—নিরীক্ষা মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিন গুলো হচ্ছে অপটিক্যাল সমন্বয় টমোগ্রাফি(ওসিটি), ফান্ডাস লেজার ক্যামেরা (এফএফএ) ও (সিএফপি) এবং লেজার ফটোক্যাগুলেশন মেশিন। এই মেশিনের মাধ্যমে চোখের রোগীদের গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশু চক্ষুরোগ, চোখের আঘাতসহ অন্যান্য জটিল চক্ষুরোগ সনাক্তকরণ করা সম্ভব হচ্ছে।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ জানান, দেশে কমিউনিটি ক্লিনিকের মত চোখের চিকিৎসাও মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে ‘কমিউনিটি আই সেন্টার’ চালু করেছেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

জেনারেল হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ডাকার হিমাদ্রী শেখর সরকার জানান, ‘যশোর আই বেইজ সেন্টারে” অবস্থানরত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে অনলাইনে ভিডিও কনসালটেশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে চোখের জন্য দূর দূরন্তে যাওয়ার প্রয়োজন হবে না।

সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস জনান, কমিউনিটি ক্লিনিকের মত উপজেলায় বসে অনলাইনের মাধ্যমে চোক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পাবে সাধারণ মানুষ। এ জন্য জেলা হাসপাতালে ‘আই বেইজ সেন্টার চালু’ হয়েছে। এখান থেকে চিকিৎসক ভিডিও মাধ্যমে রোগীর সমস্যা শুনে ই—ব্যবস্থাপত্র দেবেন। প্রয়োজন হলে ওই রোগীকে বিনামূলে চিকিৎসা, অপারেশন ওষুধ ও চোখের চশমা সরবরাহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মাদ জাহাঙ্গীর আলম ও ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram