খাজুরা (যশোর) প্রতিনিধি: ডালিম রানীর বয়স ৬০ বছর। তার স্বামী জগদীশ বিশ^াস অসুস্থ হয়ে শয্যাশায়ী। সন্তান-সন্ততি নেই তাদের। চলাচলে তেমন ক্ষমতা না থাকলেও প্রায় আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে আসেন কম্বল নিতে। প্রচন্ড এই শীতে কম্বল পেয়ে অনেক খুশি।
তার মতো ৩৮০ জন শীতার্ত দুস্থ নারী-পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ নতুন কম্বল পেয়ে খুশি। তারা বলেন, এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষেরাই ভালো জানে। বুধবার (২৮ ডিসেম্বর) যশোরের খাজুরার জহুরপুর ইউনিয়ন পরিষদে কম্বল নিতে আসা শীতার্তরা এভাবেই তাদের খুশির বর্ণনা দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে ওয়ার্ড ভিত্তিক প্রকৃত দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। এ সময় জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খোকন, ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য নুরুল ইসলাম, আব্দুর রহমান, সুজন আলী, হারুন-অর-রশিদ, লতিফা খাতুন, ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।