কেশবপুর (যশোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মঙ্গলবার কেশবপুর ডিগ্রি কলেজ মাঠে জনতার ঢল নামে। কৃষক, মজুর, শিক্ষক, ছাত্র, চাকরিজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষ ছিলেন এ দলে।
তাদের মুখে হাসি আর স্বতঃস্ফুর্ত উপস্থিতি বলে দিচ্ছিল প্রধানমন্ত্রীর কাজে তারা খুশি। তাদের জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন। সমাজের মাঝে হারিয়ে যেতে যেতে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রীর আনাকূল্যে তারা পেয়েছেন দিশা।
মাঠে আগতদের একজন বাকাবশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী । তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম।
সামান্য বেতনে চাকরি করে সংসার চালানো আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করে দিয়েছেন।
যে কারণে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করতে পারছি।’
পাচারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মিম বলেন, আমার আগে স্কুলে আসতে ভালো লাগত না। দুর্বল লাগতো।
কিন্তু আমি এখন রোজ স্কুলে আসি। এখন স্কুলে আসলে আমি প্রতিদিন দুধ খেতে পারি। শুনেছি প্রধানমন্ত্রী এই দুধের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনাকে অনেক অনেক ধন্যবাদ।’
এ রকম লাখো মানুষের দোয়া ধন্যবাদ জ্ঞাপনের আওয়াজ আসে চুতুর্দিক থেকে।