সমাজের কথা ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে বিরোধী প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই লোকসভার আইনপ্রণেতা নির্বাচিত হলেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী দুটি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি এই ওয়েনাড়। অপরটি উত্তর প্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। এরপর সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়। ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।
প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না। তবে আগ্রহ ছিল, রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কি না। আজ শনিবারের গণনায় দেখা যাচ্ছে, বিকেল চারটার সময় প্রিয়াঙ্কা তার দুই নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে।
এই বছরের জুনে লোকসভা ভোটে রাহুল পেয়েছিলেন ৬ লাখ ৪৭ হাজার ভোট। তার জয়ের মার্জিন ছিল ৩ লাখ ৬৪ হাজার। বিকেল চারটা পর্যন্ত প্রিয়াঙ্কা পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ভোট। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে।
জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে' প্রিয়াঙ্কা বলেন, ‘এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।