কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর—৬ ( কেশবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার বলেছেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করবেন না। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার। তাদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষা প্রদান করা হচ্ছে। চাকরিতে তাদের জন্য বিশেষ কোটা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশে নয়, বিশ্বজুড়ে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু ও তার পরিবার দেশের মানুষের কল্যাণে কাজ করতে জন্ম নিয়েছেন।
শনিবার দুপুরে কেশবপুরের বালিয়াডাঙ্গায় সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাড. মিলন মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবুল বাসার খান প্রমুখ।