ক্রীড়া ডেস্ক : প্যারিস অলিম্পিকের প্রথম বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সি–হিওন। বৃহস্পতিবার মেয়েদের র্যাঙ্কিং রাউন্ডে তিনি ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৪ পয়েন্ট তুলেছেন। আর্চারির ইতিহাসে মেয়েদের এককে এটিই সর্বোচ্চ পয়েন্ট। এত দিন বিশ্ব রেকর্ডটি ছিল আরেক কোরিয়ান কাং চায়ে–ইয়ংয়ের, যিনি ২০১৯ ডেন বস ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ৬৯২ পয়েন্ট তুলেছিলেন।
এবারের অলিম্পিকে আর্চারির ভেন্যু প্যারিসের লা ইনভ্যালিডস, যা ফরাসি বিপ্লবের সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের সমাধি ও ফ্রান্সের সামরিক ইতিহাসে নানা স্থাপনার জন্য পরিচিত।
বৃহস্পতিবার মেয়েদের এককের মতো ছেলেদের র্যাঙ্কিং রাউন্ডেও প্রথম হয়েছেন এক কোরিয়ান। গত বছর দলগত ইভেন্টে সোনাজয়ী কিম উ–ইন কাল প্রতিপক্ষ নির্ধারণের মঞ্চে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৮৬ তোলেন।
লিম এবং কিম দুজনই এবারের অলিম্পিকে মিক্সড ইভেন্টে খেলার কথা রয়েছে। র্যাঙ্কিং রাউন্ডে দুজনের মোট স্কোরও নতুন রেকর্ড। লিম ও কিম মিক্সড ইভেন্ট শুরু করবেন সমন্বিতভাবে ১৩৮০ পয়েন্ট নিয়ে। আগের রেকর্ড ২০২১ সালে কোরিয়ার কিম য়ে–দিওক ও অ্যান সানের ১৩৬৮ পয়েন্ট।
অলিম্পিক আর্চারিতে কোরিয়ানদের দাপট সাম্প্রতিক নয়, বেশ পুরোনো। ১৯০০ সাল থেকে শুরু করে এ নিয়ে ১৮তম আসরে আর্চারি খেলা হচ্ছে। সবচেয়ে বেশি ২৭টি সোনাসহ ৪৩টি পদক জিতেছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সোনা কোরিয়ার প্রায় অর্ধেক—১৪টি। শুরুর দিকে ছিল শুধু ছেলেদের ইভেন্ট। ১৯৮৮ সিউল অলিম্পিকে চালু হয় মেয়েদের ইভেন্ট। সেই থেকে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার মেয়েরা অলিম্পিক আর্চারিতে অপরাজিত। সর্বশেষ টেকিও অলিম্পিকে পাঁচ ইভেন্টের চারটিতেই সোনা জেতে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা (ছেলেদের ব্যক্তিগত এককে তুরস্ক)।
এবারও যে কোরিয়ানরা সবার জন্য মূল প্রতিদ্বন্দ্বী, র্যাঙ্কিং রাউন্ডের পর সেটিই বলেছেন গ্রেট ব্রিটেনের ব্রায়নি পিটমান, ‘গত কয়েক মাসে ওরা প্যারিসের মতো করে অনুশীলন করেছে। রোবট লক্ষ্য রেখে শট অনুশীলন করেছে, যেখানে সব সময়ই দশ পয়েন্ট করে পাওয়া যায়। একটা অলিম্পিক গেমসের জন্য যতটা প্রস্তুত হওয়া সম্ভব, ওরা ততটাই প্রস্তুত।’
র্যাঙ্কিং রাউন্ডের মাধ্যমে ৬৪ জন অংশগ্রহণকারী রাউন্ড অব থার্টি টুর প্রতিপক্ষ পেয়ে গেছেন। ছেলে, মেয়ে দুই বিভাগের এককে পরের ধাপে ওঠার লড়াই ৩০ জুলাই। বাংলাদেশের আর্চার সাগর ইসলাম র্যাঙ্কিং রাউন্ডে ৬৫২ স্কোর করে ৪৫তম হয়েছেন। সেরা ৩২–এ থাকার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ইতালির মাউরো নেসপোলি, যিনি টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন।