ক্রীড়া ডেস্ক : শেষ হলো অলিম্পিক গেমসের ৩৩তম আসর। প্যারিসে প্রায় তিন সপ্তাহের ৯১টি দেশের অ্যাথলেটরা লড়েছে ১০৪৪টি পদকের জন্য। রবিবার দিনের শেষ ইভেন্টে সোনা জিতে সেরার আসনে জায়গা করে নিলো যুক্তরাষ্ট্র।
সোনার লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সমানতালে লড়েছে দুই দেশ। প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল মেয়েদের বাস্কেটবল। ১৯৯২ গেমসে হারার পর থেকে অপ্রতিরোধ্য যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। এই সময়ে চীনের সঙ্গে তাদের ব্যবধান ছিল মাত্র একটি সোনার। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬৭-৬৬ পয়েন্টে স্বাগতিকদের হারায় আমেরিকানরা। অলিম্পিকে মেয়েদৈর বাস্কেটবলে টানা অষ্টমবার চ্যাম্পিয়ন হয়ে এবারও সর্বোচ্চ স্বর্ণপদকজয়ীর তালিকায় শীর্ষে থাকলো দেশটি। এনিয়ে ১৯ বার তারা হলো প্রথম।
৩২৯টি সোনার মধ্যে সর্বোচ্চ ৪০টি করে পেয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে সব মিলিয়ে ১২৬টি পদক জিতে এক নম্বরে থাকলো আমেরিকানরা। ৪৪টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতেছে তারা। ৯১টি পদক চীনের। ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ গেছে তাদের ঝুলিতে। এনিয়ে টানা চারটি গেমসে যুক্তরাষ্ট্র শেষ করলো সবার উপরে থেকে।
২০টি সোনা জিতে জাপান হয়েছে তৃতীয়। তাদের রুপা ১২টি ও ব্রোঞ্জ ১৩টি, মোট পদক ৪৫টি। সেরা পাঁচের শেষ দুটি দল অস্ট্রেলিয়া ও ফ্রান্স, যথাক্রমে তারা সোনা পেয়েছে ১৮ ও ১৬টি।
মোট ৯১টি দেশ পদক পেয়েছে। সোনা জেতার কৃতিত্ব দেখিয়েছে ৬২টি দেশ, এর মধ্যে আছে পাকিস্তানও। তারা ওই একটি পদকই পেয়েছে। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত গতবার সোনা জিতলেও এবার সেই সাফল্য পায়নি। তাদের অর্জন একটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ।