সমাজের কথা ডেস্ক : সারাদেশে কিছুদিন ধরেই শীতের তীব্রতা মোটামুটি একই অবস্থায় আছে। ২০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। পরদিন বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।
সামগ্রিকভাবে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘২১ ডিসেম্বর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা কম। ২১ তারিখ তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আকাশে কিছু মেঘ জড়ো হয়েছে। মূলত এর প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’
সব মিলিয়ে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান মনোয়ার হোসেন।
তবে গেলো ক’দিন ধরে দেশের উত্তর ও দক্ষিণ—পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়ামের মধ্যে ওঠানামা করছে। ঠাণ্ডার সঙ্গে কুয়াশায় দুর্ভোগ বেড়েছে গ্রামাঞ্চলের মানুষের। কোথাও কোথাও দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ।
দক্ষিণ—পশ্চিমাঞ্চলের মতো উত্তরেও জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। বেলা গড়ালে সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই।