নিজস্ব প্রতিবেদক : বসন্ত পিঠা উৎসবের সাথে ও হারানো দিনের গান নিয়ে ব্যতিক্রমী সন্ধ্যা পার করেছে তির্যক যশোর। সোমবার পৌরপার্কে এ অনুষ্ঠান হয়। তির্যক যশোরে সাভাপতি ডা. আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে প্রধান ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, কাউন্সিলর নাসিমা আক্তার জলি, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকার দাস রতন।
দিনব্যাপী এ পিঠা উৎসবে তির্যকের ১৮ তরম্নণী ২০ রকমের পিঠা প্রদর্শন করে। পিঠার মধ্যে ছিল পাটি সাপটা, হালুয়া, মাছ পিঠা, নকশি পিঠা, পাকান পিঠা, পায়েস, ভাজ পুলি, পাকোড়া, চিতই, কলা বড়া, সবজি পুলি, ভাঁপা পিঠা, ভাজা পুলি, তালের বড়া, ভাঁপা পুলি প্রভৃতি।