সমাজের কথা ডেস্ক : এশিয়াডে প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী গোলে হেরেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে লাল সবুজের দল —এতটা আশাবাদীও হওয়া যাচ্ছিল না। তবে এদিন ঢের ভালো খেলয়েছে মজিবর রহমান জনি, ঈসা ফয়সালরা। কিন্তু আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করায় দুর্বলতা আর সুযোগ নষ্টের মাসুল দিতেও হলো। ভারতের কাছেও হেরে গেছে বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর হাংজুতে এশিয়ান গেমস ফুটবলে ভারতের কাছে ১—০ গোলে হেরছে বাংলাদেশ। একের পর সুযোগ মিসের কারণে জয়ের ব্যবধান বাড়াতে পারেনি ভারত। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীর একমাত্র পেনাল্টি গোলেই জয় পায় ভারত।
ম্যাচজুড়েই ভারতের সঙ্গে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু ৮২ মিনিটে রেফারির বাঁশিতে এক ফুঁয়েই সব বদলে গেছে। মিডফিল্ডার একটু ওপর থেকে বাংলাদেশের ডি—বক্সে বল পাঠিয়েছিল ভারত। ভারতের ডিফেন্ডার সে বল নিয়ন্ত্রণে নিলেও বাঁধা দেন বাংলাদেশের ডিফেন্ডার রহমত। ভারতীয় কেহ্লোয়ার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ভারতীয় অধিনায়ক।
সুনীল ছেত্রী ভারতকে জেতালেও ম্যাচের নায়ক কিন্তু এক বাংলাদেশি। সিনিয়র দলের তিন নম্বর গোলরক্ষক মিতুল মারমা এশিয়ান গেমসের দলে খেলছেন প্রধান গোলরক্ষক হিসেবে। ভারতের বিপক্ষে তিনি আজ অন্তত ছয়টি সেভ করেছেন, যার বেশ কয়েকটি নিশ্চিত গোল হতে পারত।
প্রথমার্ধের ইনজুরি সময়ে মিতুলের করা টানা চারটি সেভই এই ম্যাচের হাইলাইট হয়ে থাকবে। দ্বিতীয়ার্ধেও ভারতের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ওপেন প্লে থেকে তাকে পরাস্ত করতেই পারেনি ভারতীয়রা। শেষ পর্যন্ত স্পটকিকে পরাস্ত হয়েছেন মিতুল।
টানা দুই হারে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ চার সেরা তৃতীয় দল খেলবে শেষ —১৬ তে। বাংলাদেশের গ্রুপে ভারত, মিয়ানমার ও স্বাগতিক চীন এরই মধ্যে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। বাকি ম্যাচে যদি চীন মিয়ানমারকে হারায় এবং মিয়ানমার—ভারত ম্যাচ ড্র হয়, তবে শেষ ম্যাচে বাংলাদেশ চীনকে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে। টুর্নামেন্টে বাংলাদেশের যতটুকু সম্ভাবনা, তা আসলে গাণিতিকভাবেই।