সমাজের কথা ডেস্ক : বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদম শুমারি ব্যুরো। নববর্ষের দিন বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার সংস্থাটি এই পরিসংখ্যান প্রকাশ করে।
আদম শুমারি ব্যুরোর পরিসংখ্যান বলছে, চলতি বছর বিশ্বে জনসংখ্যা বেড়েছে ৭৫ মিলিয়ন তথা সাড়ে ৭ কোটি। নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালের ১ জানুয়ারি এই সংখ্যা দাঁড়াবে ৮ বিলিয়নের সামান্য বেশি। সারাবিশ্বে এই বছর জনসংখ্যা বৃদ্ধির গড় হার ছিল মাত্র ১ শতাংশ। ২০২৪ সালের প্রথম দিন থেকে প্রতি সেকেন্ডে বিশ্বে জন্মগ্রহণ করবে ৪.৩ জন এবং মারা ২ জন করে।
এদিকে, ২০২৩ সালে আমেরিকায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ। অর্থাৎ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির চেয়ে অর্ধেক। এ বছর আমেরিকায় বেড়েছে ১৭ লাখ মানুষ। নতুন বছরের প্রথম দিন আমেরিকার জনসংখ্যা হবে ৩৩ কোটি ৫৮ লাখ।