যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদের হত্যা করা হবে অথবা শূলে বিদ্ধ করা হবে বা তাদের হাত—পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে।
অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এ অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে আর আখিরাতে রয়েছে তাদের জন্য এর চেয়েও বড় শাস্তি। তবে যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তাওবাহ করে তাদের জন্য নয়। তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী।
—সূরা আল—মায়িদাহ, আয়াত : ৩৩—৩৪