সমাজের কথা ডেস্ক : শেষ হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যেই ভক্তদের সুখবর জানালেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। ‘দরদিয়া’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে।
এর আগেও এই অভিনেতার সঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করেছেন পূজা। যার মধ্যে ‘নাকফুল’ সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। আর লিপস্টিক সিনেমার শুটিং বাকি রয়েছে।
সিনেমায় কাজ প্রসঙ্গে পূজা জানান, প্রায় তিন বছর আগে এই সিনেমার গল্পটি শুনেছি। অসাধারণ একটি গল্প। এতে আমি যে চরিত্রটি করব, সেটিও দারুণ। আশা করি, ছবিটি সবারর ভালো লাগবে। চুক্তির আগে অন্য কোনো ছবির গল্প শুনতে বসে এতটা মুগ্ধ হইনি আমি। ঠিকমতো করতে পারলে সুপারহিট হয়ে যেতে পারে এটি।
কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘দরদিয়া’য় চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। রোমান্টিক ও অ্যাকশন ঘরনার এই সিনেমার কাজ শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।
পরিচালক কামরুজ্জামান বলেন, পুরোপুরি প্রেমের গল্প এটি। রোমন্স ট্রাজেডি সবই দেখবেন দর্শক। আগামী বছরের শুরুতে শুটিং করবো। আশা করছি ওই বছরই মুক্তি দিতে পারবো।