নিজস্ব প্রতিবেদক : যশোরে পূজা উদযাপন পরিষদের তৃণমূল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাস রতন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের সভাপতি সন্তোষ দত্ত, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, কেশবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, যশোর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু ও বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার গণসংযোগ সম্পাদক উৎপল ঘোষ, নির্বাহী কমিটির সদস্য বাবু হালদার, যশোর সদর উপজেলা শাখা সভাপতি গোবিন্দ ঘোষ ও সাধারণ সম্পাদক রবিন কুমার পাল, ঝিকরগাছার সভাপতি দুলাল অধিকারী ও সাধারণ সম্পাদক তড়িত কান্তি দাস, মণিরামপুরের সভাপতি তুলসী দাস বসু ও সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল, অভয়নগরের সভাপতি বিশু দত্ত ও সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, চৌগাছার সভাপতি বালাই পাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, শার্শার সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, বাঘারপাড়ার সভাপতি নিখিল আঢ্য ও সাধারণ সম্পাদক প্রণয় কুমার সরকার, কেশবপুরে সাধারণ সম্পাদক সুকুমার সাহা, নওয়াপাড়া পৌরসভা শাখা সভাপতি রবিন অধিকারী ব্যাচ্চা ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, মণিরামপুর পৌরসভা শাখা সভাপতি সমির হালদার ও সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, কেশবপুর পৌরসভা শাখা সভাপতি পলাশ মল্লিক ও সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা বুলু, বাঘারপাড়া পৌরসভা শাখা সভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অসীম দাস, ঝিকরগাছা পৌরসভা শাখা সভাপতি সুব্রত সেন মনি ও সাধারণ সম্পাদক নারায়ন অধিকারী, চৌগাছা পৌরসভা শাখা সভাপতি অশোক কুমার হালদার ও সাধারণ সম্পাদক অভিজিৎ রায় এবং বেনাপোল পৌরসভা শাখা সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।