কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় পুষ্টি সমৃদ্ধ দানাজাতীয় শস্যের উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকেলে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ হয়। সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও উদ্ভিদ প্রজনন বিভাগ গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এতে প্রধান অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিয়ার রহমান ও সরেজমিনে কৃষি গবেষণা বিভাগের ঊর্ধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম। সরেজমিনে গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সমাজ সেবক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, স্থানীয় কৃষক আল মামুন, আবু হাসান, রবীন্দ্রনাথ ঢালী, কাকলী মন্ডল প্রমুখ।