সমাজের কথা ডেস্ক : এএসআই (নিরস্ত্র) আবুল কালাম। ঢাকার সিটি এসবি শাখার গণভবন জোনে কর্মরত। তার একটি পুরোনো পালসার মোটরসাইকেল বিক্রির জন্য পুলিশ হেড হেডকোয়ার্টার্সের সামনে দেওয়ালে বিজ্ঞাপন দেন।
এরপর তার মোবাইলে যোগাযোগ করে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন এবং রাজারবাগ পুলিশ লাইনসে থাকেন বলে জানান।
<< আরও পড়তে পারেন >> স্বাস্থ্যখাতের দক্ষ টেকনিশিয়ানদের সুখবর দিলো কুয়েত
ফোনে আলোচনার একপর্যায়ে মোটরসাইকেলটি দেখানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনসে যেতে বলেন। মোটরসাইকেলটি দেখানোর জন্য রাজারবাগ পুলিশ লাইনসের ভেতরে কন্ট্রোল রুমের উত্তর পাশে যান আবুল কালাম। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আসেন।
মোটরসাইকেলটি দেখে অজ্ঞাত ওই ব্যক্তির পছন্দ হয়। এরপর দরদাম, ৭৫ হাজার টাকায় বিক্রিতে রাজি হন আবুল কালাম। পরে ক্রেতা বেশে আসা ব্যক্তি গাড়িটি চালিয়ে দেখি বলে কালামের কাছে চাবি চান।
চাবি দেওয়ার পরে কনস্টেবল পরিচয় দেওয়া ব্যক্তি মোটরসাইকেলটি রাজারবাগের ভেতরে কন্ট্রোল রুমের পাশে একটি চক্কর দেন, এরপর আবার চক্কর দিতে গিয়ে আর ফিরে আসেননি!
এ ঘটনায় গত ২৪ অক্টোবর পল্টন থানায় আবুল কালাম বাদী হয়ে দণ্ডবিধি ১৭০/৪২০/৩৭৯—এর ধারায় একটি মামলা করেন। পরদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করেন। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।